Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির পাশে থাকার অঙ্গীকার জুলাইয়ের শহিদ পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ০৮:২৯

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা

ঢাকা: ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা বিএনপির পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিমের বাবা শফি আলম, শহিদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহিদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী, শহিদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং জুলাই আন্দোলনে আহত ফারহান জামিল।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহিদ মীর মুগ্ধের ছোট ভাই ও সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

শহিদ পরিবারের সদস্যরা বলেন, ‘চব্বিশের আন্দোলনে আমাদের স্বজনেরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপির পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

বিএনপি নেতারা শহিদ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে এগিয়ে নিতে এই সংহতি নতুন উদ্যম এনে দেবে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

১৫ জেলায় নতুন ডিসি
৯ নভেম্বর ২০২৫ ০২:৩১

আরো

সম্পর্কিত খবর