ঢাকা: দল নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে থাকা আম জনতার দল-এর সদস্য সচিব তারেক রহমান ষষ্ঠ দিনেও অনড় রয়েছেন। রোববার (৯ নভেম্বর) পর্যন্ত তার অনশন চলছে টানা ১২৩ ঘণ্টা। শারীরিক অবস্থার অবনতি হলেও নিবন্ধনের দাবি থেকে সরে আসেননি তিনি।
এদিন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে দেখা যায়, হাতে স্যালাইন লাগানো অবস্থায় মাটিতে শুয়ে আছেন তারেক রহমান। কথাও খুব কম বলছেন। চারপাশে জড়ো হয়েছে সংহতি জানাতে আসা সাধারণ মানুষ ও সহকর্মীরা।
তিনি বলেন, “আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হলো— এটা আমি মানতে পারছি না।”
নির্বাচন কমিশন (ইসি) থেকে কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তারেক বলেন,
“না, কেউ যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবার) একজন উপসচিব এসেছিল, তারপর আর কেউ আসেনি, কোনো চিঠিও দেয়নি।”
তিনি আরও বলেন, “শরীরে অনেক ব্যথা করছে, তবে যতদিন না আমাদের ন্যায্য দাবি মানা হচ্ছে, ততদিন অনশন চলবে।”
উল্লেখ্য, গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তালিকা থেকে বাদ পড়ে আম জনতার দল। এরপর সেদিন বিকেল থেকেই ইসি ভবনের সামনে আমরণ অনশনে বসেন তারেক রহমান।