Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার ঘোষণা মেনে নিতে পারছি না: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ০৮:৩২ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৩

জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে দলের অবস্থান তুলে ধরেন মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলাম। এর যথেষ্ট কারণ রয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী প্রচারণায় ব্যস্ত থাকবে। তখন জুলাই সনদের পক্ষে তেমন প্রচারণা চালানো সম্ভব হবে না। প্রধান উপদেষ্টা আমাদের এই উদ্বেগ আমলে না নিয়ে যে ঘোষণা দিয়েছেন, তা আমরা সন্তুষ্টচিত্তে মেনে নিতে পারছি না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রেক্ষিতে দলের অবস্থান তুলে ধরেন মাওলানা গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এতে জুলাই সনদের পক্ষে জনমত সংগ্রহ ঝুঁকিতে পড়বে। আর জুলাই সনদ ঝুঁকিতে পড়লে আমাদের এতো রক্ত-জীবনের ত্যাগ বিফলে যেতে পারে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কেবল অর্থ সাশ্রয়ের জন্য এতো রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু একটি দলকে সন্তুষ্ট করতে গিয়ে সরকার সেই সিদ্ধান্তই নিয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত। গণভোট আলাদাভাবে অনুষ্ঠিত হলে জুলাই সনদ আরও তাৎপর্যময় হতো।’

ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব আরও জানান, সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বৃহত্তর স্বার্থে বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন। তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমেলায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং আন্দোলনরত আট দলের সাথেও আলাপ করা হবে। আজই আট দলের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। এসব আলোচনা শেষে আমরা চূড়ান্ত মতামত জানাবো।’

প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ভোগান্তি দিয়ে শুরু এবারের কপ৩০
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৮

তবুও অখুশি মাহমুদুল হাসান
১৩ নভেম্বর ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর