Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচন: জাতীয় ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

জবি করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:৪৯

জকসু নির্বাচনে জাতীয় ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জাতীয় ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রফিক ভবনের নিচে এই ঘোষণা দেওয়া হয়।

প্যানেলের নেতৃত্বে সহ-সভাপতি (ভিপি) হিসেবে রয়েছেন কিশোর আনজুম সাম্য এবং সাধারণ সম্পাদক (জিএস) ফয়সাল মুরাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচনে লড়বেন শাহিন মিয়া।

প্যানেলের অন্যান্য পদাধিকারীগণ হলেন, সমাজসেবা সম্পাদক: ফেরদৌস শেখ, শিক্ষা ও গবেষণা সম্পাদক: নিদ্রা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মো. তারেক (সাবিত তারেক), আইন ও মানবাধিকার সম্পাদক: মো. জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. শাহিনুর রহমান তাহসিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক: ফেরদৌস হোসেন সোহান, পরিবহণ সম্পাদক: মুশফিকুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক: আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য পদে রয়েছেন: কামরুল হাসান রিয়াজ, সাজ্জাদ হোসাইন, হাসান মাহমুদ সাকিব, সিনহা ইসলাম অর্ণা, জাবির খান, মো. সজিব মৃধা ও কেয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর