ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমদ বলেছেন, দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আসন্ন নির্বাচনে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠা বাড়ছে।
বুধবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
ইউনূস আহমদ বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারাদেশে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় ৩ হাজার ২৩০টি— গড়ে প্রতি মাসে ৩২৩টি। রাজধানীতে একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ৩৭১টি; অর্থাৎ মাসে গড়ে ৩৭টি। তবে ডিএমপির দাবি, রাজধানীতে প্রতি মাসে গড়ে ১৯–২০টি হত্যাকাণ্ড ঘটে। এসব পরিসংখ্যান জনমনে অস্বস্তি তৈরি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়িয়েছে।
তিনি বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় এমন উচ্চমাত্রার হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এবং আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলে। তাই জনআস্থা পুনরুদ্ধার ও নির্বাচনকে ঘিরে স্থিতি ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি জরুরি।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়েছে উদ্বেগজনক হারে। সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটাতেও দ্বিধা করছে না। এ পরিস্থিতিতে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বাত্মক অভিযান এবং অপরাধ দমনে জোরালো উদ্যোগ নিতে হবে।