Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি বন্ধ করা হবে: জামায়াত প্রার্থী কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:২২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১০

চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

ঢাকা: নদী দূষণ প্রতিরোধ, খেলার মাঠ, উন্নতমানের সরকারি হাসপাতাল–বিশ্ববিদ্যালয় নির্মাণ, পরিবহনে নৈরাজ্য বন্ধ এবং ফুটপাতে দলীয় পরিচয়ে চাঁদাবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, “আমি নির্বাচিত হলে নতুন কিছু উপহার দেব। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এক কথায়, এই এলাকার জনদুর্ভোগ নিরসনসহ নাগরিকদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টারের একটি চাইনিজ পার্টি সেন্টারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কামাল হোসেন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে আমি নির্বাচিত হলে নাগরিকদের কল্যাণে কাজ করবো। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা ইতোমধ্যে প্রতি আসনে কাজ শুরু করেছি। বিশেষ করে ঢাকা-৫ এলাকায় অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়ন এবং ওয়ার্ডভিত্তিক সকল উন্নয়ন করা হবে।”

তিনি আরও বলেন, “দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার যাত্রাবাড়ী দীর্ঘদিন অবহেলিত। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, নেই খেলার মাঠ বা উন্নতমানের হাসপাতাল। এমপি নির্বাচিত হলে এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে—এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। নদীদূষণ ঠেকানোর পরিকল্পনাও রয়েছে। পরিবহনে নৈরাজ্য বন্ধ করা হবে। ঢাকা-৫ আসনে ফুটপাতের ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থানে সুষ্ঠু ব্যবস্থাপনা করা হবে।”

মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ নির্বাচনী এলাকার পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মির্জা হেলাল, জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানা সেক্রেটারি হাসান মুহাম্মদ শিভলী, অর্থ সম্পাদক মো. শরিফ হোসেন, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সভাপতি রহমত উল্লাহ, সারুলিয়া বাজার শাখার সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আলী।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর