ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে বেগম জিয়া এখন কেবিনে আছেন। তিনি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল সূত্র ছাড়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শায়রুল কবির খান।
দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। এর আগে রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। এরইমধ্যে তার বিভিন্ন টেস্ট সম্পন্ন হয়েছে।
মেডিক্যাল বোর্ডে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের সঙ্গে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।