Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও একটি আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:০৫

ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের।

ঢাকা: হবিগঞ্জ-৪ আসনের পর এবার লালমনিরহাট-৩ (সদর) আসনেও প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী এবং দীর্ঘ ছয় বছর লালমনিরহাট ও রংপুর জেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় লালমনিরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের সমাবেশে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন

বৈঠকে কর্মপরিষদ সদস্য, ছাত্রশিবিরের নেতা, শহর ও উপজেলা জামায়াতের দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই নতুন প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য উর্বর ক্ষেত্র। তিনি ঘুষ–দুর্নীতিমুক্ত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে নির্বাচনী প্রচারণা জোরদার করতে আহ্বান জানান। পাশাপাশি লালমনিরহাটবাসীর প্রত্যাশা পূরণে তারুণ্যের প্রতীক আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, লালমনিরহাট-৩ আসনে পূর্বে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল প্রভাষক হারুন অর রশীদকে।

এর আগে গতকাল সোমবার (১ ডিসেম্বর) হবিগঞ্জ-৪ আসনেও প্রার্থী পরিবর্তনের ঘোষণা দেয় জামায়াত। ওই আসনে জেলা আমির মাওলানা মুখলিছুর রহমানের স্থলে সাংবাদিক অলিউল্লাহ নোমানের প্রার্থিতা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর