ঢাকা: কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডন যাত্রা করবেন বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছাতে পারছে না। সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) এটি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ফখরুল বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি অনুমোদন দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি ফ্লাইটে যাত্রা করবেন।’
বিএনপি সূত্র জানিয়েছে, চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি কয়েক দিন ধরেই চলছে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের সময়সূচি ও তার শারীরিক অবস্থার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।