Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে সরকারের প্রামাণ্যচিত্র প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন ও দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার রাতে প্রায় আড়াই মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে।

‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার পেছনে বেগম জিয়ার ভূমিকাকে গুরুত্বসহকারে চিত্রায়িত করা হয়েছে।

প্রেস উইংয়ের বরাতে জানানো হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্রে পরিণত হয়েছেন। তার সুস্থতা কামনায় সারাদেশে সাধারণ মানুষের প্রার্থনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

প্রামাণ্যচিত্রে এক-এগারো পরবর্তী সময়ে বেগম জিয়ার আপসহীন অবস্থান, নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার দৃঢ়তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ‘মিথ্যা মামলায় কারাবরণ’ বিষয়টিও সেখানে স্থান পেয়েছে।

চলচ্চিত্রটির শেষ অংশে বেগম জিয়ার প্রতি সমবেদনা ও শুভকামনার বার্তা দিয়ে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।’

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং সম্ভাব্য বিদেশ যাত্রা ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক প্ল্যাটফর্ম তার রোগমুক্তি কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর