Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জকসু নির্বাচনে টাকার খেলায় মেতে উঠেছে বিভিন্ন প্যানেল’

জবি করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭

বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’।

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল টাকার খেলায় লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল’।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘জকসু নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার বড় ও ধনী কিছু ছাত্রসংগঠন দিনের পর দিন আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নিরব।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গতকাল একটি ছাত্রসংগঠন ২০০ শিক্ষার্থীকে রিসোর্টে নিয়ে প্রোগ্রাম করেছে, আরেকটি সংগঠন শিক্ষার্থীদের স্টার কাবাবে নিয়ে যাচ্ছে। দুটি প্যানেল জকসু নির্বাচনের গুরুত্বকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর্যায়ে নামিয়ে এনেছে।

ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা জকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের মঞ্চ হিসেবে দেখতে চাই না। ডাকসুর নেতারা ডাকসু নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পরে জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নেবে—একইভাবে জকসুতে বিজয়ী হলে তারা অনৈতিক প্রভাব বিস্তার করতে পারে।’

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুটি ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া বন্ধ করে জকসু নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজন করুন।’

সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ, এজিএস প্রার্থী শাহিন মিয়া এবং অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর