Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান অচিরেই ফিরে দেশের হাল ধরবেন: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব বেশি দেরি নয়, অচিরেই দেশে ফিরে এসে দল ও দেশের হাল ধরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যদিও তিনি তারেকের দেশে ফেরার নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের গর্ব করা উচিত আমরা এমন একজন নেতা ও নেত্রীকে পেয়েছি। আর তাদের উত্তরসূরি তারেক রহমানের মতো একজন নেতার সঙ্গে আমরা রাজনীতি করছি এটা আমাদের জন্য আরও বড় সৌভাগ্য।’

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, ‘আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন। নতুন চিন্তাধারা ও আধুনিক পরিকল্পনা দিয়ে দেশকে আরও এগিয়ে নেবেন।’

খালেদা জিয়াকে ‘অভিভাবক’ আখ্যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, অসুস্থতার সময়ে সারা দেশে দোয়া-প্রার্থনা প্রমাণ করেছে, তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি এখন পুরো জাতির অভিভাবক।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সবার ভালোবাসার জায়গা হয়ে উঠেছেন। আল্লাহর রহমতে তিনি ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমার বিশ্বাস।’

তার অসুস্থতা বর্তমানে স্থিতিশীল উল্লেখ করে তিনি তার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করেন।

মির্জা আব্বাস বলেন, ‘সংস্কারের শর্ত দিয়ে ঐক্য নয়’ দেশের বিভিন্ন ছোট দল বিএনপির সঙ্গে ঐক্যে আসতে চাইলেও শর্ত দিচ্ছে।’

তিনি বলেন, ‘বলছে আসবো, কিন্তু কন্ডিশন যে সংস্কার করতে হবে। কিন্তু কোন সংস্কার তা তারা স্পষ্ট করে না।’

সংস্কারের প্রসঙ্গে তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদাহরণ টেনে বলেন, ‘জিয়া কোনো ঘোষণা ছাড়াই গার্মেন্টসসহ বিভিন্ন খাতে যুগান্তকারী সংস্কার করেছিলেন।’

অনুষ্ঠানে উপস্থিতি আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিচালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর