লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৮ বছরের শিশু আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তার আরও দুই বোন, আর বাবা বেলাল হোসেন চিকিৎসাধীন স্থানীয় হাসপাতালে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হৃদয়বিদারক এই ঘটনার খবর শুনে দগ্ধদের দেখতে ও পরিবারটির পাশে দাঁড়াতে রোববার (২১ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর আসছেন বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতা রুহুল কবির রিজভী। তার সঙ্গে আছেন আরেক শীর্ষ নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (৮) মৃত্যু হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
নৃশংস এই ঘটনায় দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আয়েশার দুই বোন—সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি। তাদের বাবা বেলাল হোসেনও অগ্নিদগ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে যাওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির। ইতিমধ্যে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশুদের দেখে সড়কপথে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো দুর্বৃত্তায়ন বা ‘মব’ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামতও মেলেনি।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তারা এখনো কোনো মামলা দায়ের করেনি। তবে পুরো ঘটনাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারা যায় ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার (৮)। দগ্ধ হয় বেলাল হোসেনের আরও দুই মেয়ে ও সে নিজে।
জানা গেছে, দগ্ধদের মধ্যে স্মৃতির শরীরের ৮০ শতাংশ ও বিথির ৩০ শতাংশ পুড়ে গেছে।