Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।’

বিজ্ঞাপন

রিজভী আরও বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট বিমানবন্দরে কোনো ধরনের সংবর্ধনা, সমাবেশ কিংবা নেতাকর্মীদের উপস্থিতি কাম্য নয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি সিলেট জেলা ও মহানগরসহ পুরো সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

বিএনপি নেতারা জানান, সার্বিক নিরাপত্তা ও জনদুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর