Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে বরণে প্রস্তুত বিশাল মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিটে তৈরি বিশাল মঞ্চ। ছবি: সারাবাংলা

ঢাকা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তৈরি করা হয়েছে সুবিশাল সংবর্ধনা মঞ্চ। ইতোমধ্যেই সেখানে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডন থেকে যাত্রা করে সিলেট হয়ে বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড-পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বুধবার (২৪ ডিসেম্বর) মঞ্চের নির্মাণকাজ সম্পন্ন হয়। মঞ্চটির সামনে ও দুই পাশে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান নিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিটে তৈরি বিশাল মঞ্চ। ছবি: সারাবাংলা

মঞ্চের চারপাশে নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, নেতাকর্মীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা আগেই ঢাকায় আসতে শুরু করেছেন।

বৃহৎ এই জনসমাগম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে একটি শক্তিশালী শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। দলীয় নেতারা বলছেন, শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।

বিএনপি নেতারা মনে করছেন, ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। দলটি এই প্রত্যাবর্তনকে ‘জাতীয়তাবাদ ও গণতন্ত্রের রাজনীতিতে নতুন উদ্দীপনা’ হিসেবে দেখছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর