Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক আসছেন, দলে-দলে চট্টগ্রাম ছাড়ছেন বিএনপির লাখো নেতাকর্মী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

চট্টগ্রাম ছাড়ছেন বিএনপির লাখো নেতাকর্মী

চট্টগ্রাম ব্যুরো: বাস, ট্রেন, মাইক্রোবাস কিংবা ব্যক্তিগত যানবাহন- যে যেভাবে পারছেন দলে দলে চট্টগ্রাম ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা। ১৭ বছর পর প্রবাস জীবন থেকে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে একনজর দেখার জন্য উদগ্রীব একেবারে ওয়ার্ড-ইউনিটের তৃণমূল পর্যায়ের কর্মীটিও।

দীর্ঘসময় পর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে প্রাণের উচ্ছ্বাস। তারেক রহমানের আগমণকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশে গত কয়েকদিন ধরে বন্দরনগরী ছিল উৎসবমুখর। এরপর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে নেতাকর্মী, সমর্থকদের ‘চলো চলো ঢাকা চলো’ উৎসব।

বিজ্ঞাপন

২০০৭ সালে এক-এগারো পরবর্তী জরুরি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। প্রায় দেড়যুগ সেখানে অবস্থান করেই বিএনপিকে নেতৃত্ব দিয়ে গেছেন। দলকে টেনে তুলে সুসংগঠিত করে অবশেষে ফিরছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। এদিন দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। বিএনপির পক্ষ থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় তারেক রহমানকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম ছাড়ছেন বিএনপির লাখো নেতাকর্মী

দেড়যুগ পর দেশের মাটিতে পা রাখার পর তারেক রহমানকে স্বাগত জানাতে দলটির নেতাকর্মীদের আয়োজনের শেষ নেই। বন্দরনগরী চট্টগ্রাম ‘বিএনপির ঘাঁটি’ হিসেবে পরিচিত। এ চট্টগ্রামেই শাহাদাত বরণ করেছেন জিয়াউর রহমান। এর ফলে জিয়াপুত্রকে ঘিরে দলটির নেতাকর্মী তো বটেই, সাধারণ সমর্থকদেরও বিশেষ আবেগ সবসময় দেখা যায়।

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগরীতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ আরও বিভিন্ন সহযোগী সংগঠন মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে। থানায়-ওয়ার্ডেও মিছিল-সমাবেশ হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া নেতাদের পক্ষ থেকেও একাধিক শোডাউন হয়েছে।

এরপর মঙ্গলবার দুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন নেতাকর্মীরা। ভাড়া করা ট্রেনে কিংবা ব্যক্তিগত উদ্যোগে ট্রেনের টিকিট কেটে তো যাচ্ছেনই। আবার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসের বহর নিয়েও নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। অনেকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন। ঢাকাগামী বাসগুলোতে তো রীতিমতো যাত্রীর ভিড় লেগেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম-৫ আসনে মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারী হাটহাজারী উপজেলার হাজারো নেতাকর্মী ১৩০টি বাস, ৫০টি মাইক্রোবাস ভাড়া করে দুপুরে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। রাত ১২টায় ভাড়া করা আরও একটি ট্রেনে হাটহাজারীসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা যাবেন বলে জানা গেছে।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম মহানগরী, উত্তর ও দক্ষিণে বিএনপির তিনটি ইউনিট। এই তিন ইউনিট থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলিয়ে অন্তত তিন থেকে পাঁচ লাখ লোক ঢাকায় যাচ্ছেন। অনেকে পৌঁছে গেছেন। অনেকে রাস্তায় আছেন। আর চট্টগ্রাম বিভাগ হিসেব করলে মোট ১০টি ইউনিট। নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা- এসব জেলা থেকে ভাড়া করা গাড়িতে নেতাকর্মীরা যাচ্ছেন। বিভাগ থেকে সব মিলিয়ে ১০ লাখের বেশি লোক ঢাকায় জমায়েত হবেন বলে আমাদের ধারণা।’

বাস ও মাইক্রোবাসের প্রায় ১০ হাজার নেতাকর্মীর বহর নিয়ে বুধবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি সারাবাংলাকে বলেন, ’১৭ বছর পর আমাদের নেতা আসছেন। আমাদের এখন ঈদের আনন্দ। চট্টগ্রাম মহানগরী থেকে শুধু যুবদলের ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। অনেকে আমাদের সঙ্গে যাচ্ছেন, অনেকে এলাকাভিত্তিক টিম করে যাচ্ছেন। যে যেভাবে পারছেন, সেভাবে ঢাকায় চলে যাচ্ছেন।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘আমরা মহানগরী থেকে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় যাচ্ছি। তবে অনেকে আরও আগেই ঢাকায় পৌঁছে গেছেন। আমরা নিজ দায়িত্বে অনেককে চলে যেতে বলেছি। শতাধিক বাস ও মাইক্রোবাস নিয়ে আমরা রওনা দিয়েছি।’

চট্টগ্রাম নগর যুবদলের সহ-সভাপতি সাহেদ আকবর মঙ্গলবার দুপুরে ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। সঙ্গে নিয়েছেন ছেলেকেও। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের নেতা দেশের মাটিতে আসছেন। আমি যেমন উচ্ছ্বসিত, আমার সন্তানও। তার খুব ইচ্ছা নেতাকে দেখার। সেজন্য নিয়ে যাচ্ছি। শুধু আমি নয়, আমাদের অনেক নেতাকর্মী পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় যাচ্ছেন।’

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে কম্বল বিতরণ
২৪ ডিসেম্বর ২০২৫ ২১:৪৩

আরো

সম্পর্কিত খবর