ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। এ উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। তাকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হচ্ছেন।
তারেক রহমানের সফরসঙ্গী কারা হচ্ছেন—এ নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য ছয়টি টিকিট কেনা হয়েছে।
সূত্র জানায়, এই ছয়টি টিকিটে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন দেশে ফিরছেন।
আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সঙ্গে একই ফ্লাইটে আসছেন কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া নিজস্ব অর্থে বিজনেস ক্লাসের টিকিট কেটে একই ফ্লাইটে আসছেন বিএনপির একাধিক নেতা ও সমর্থক। তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়াসহ আরও অনেকে।
দলীয় সূত্র আরও জানায়, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতারাও একই ফ্লাইটে ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। এ ছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও ফ্লাইটটিতে থাকছেন। সব মিলিয়ে ওই ফ্লাইটে যাত্রী সংখ্যা ৫০ জনের বেশি হতে পারে।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘তারেক রহমান তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। পাশাপাশি অনেকেই নিজ নিজ উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন।’
তারেক রহমানের দেশে ফেরা ও সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।