Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭

সংবর্ধনা মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা মঞ্চে উঠেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ৩০০ফিট সড়কে নির্মিত মঞ্চে উঠেন তিনি। এ সময় লাখ লাখ জনতা তার উদ্দেশে স্লোগান দিতে থাকে। তারেক রহমান তাদের দিকে দুই হাত উচিয়ে সংবর্ধনা গ্রহণ করেন, শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, সকাল ১১টা ৪২ মিনিটে তারেক রহমানকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের ১০ মিনিট পরে তারেক রহমান বিমান থেকে বের হয়ে আসেন। তার পেছনে ছিলেন মেয়ে জাইমা রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান, পিএস আবদুর রহমান সানি।

বিজ্ঞাপন

তারেক রহমানের সামনে ছিলেন তার এপিএস মিয়া নূর উদ্দিন অপু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। ভিআইপি লাউঞ্জে দলের মহাসচিব তাকে অভর্থনা জানান। এ সময় একে একে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন তারেক রহমান।

উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, খালেদা জিয়ার এপিএস এবিএম আবদুস সাত্তার।

সবার সঙ্গে কোলাকুলির পরে ভিআইপি লাউঞ্জে ওয়েটিং রমে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে অপেক্ষা করছিলেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান বিন্দু। শাশুড়ি তারেক রহমানের গলায় ফুলের মালা পড়িয়ে দেন। এসময় তারেক রহমান তার শাশুড়িকে বলেন, আপনিও চলে এসেছেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ৩০ মিনিট থাকার পরে ১২টা ৩০মিনিটে ভিভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। গেট দিয়ে বাইরে এসেই পাশে ফুল বাগানে গিয়ে নিজের পায়ের জুতা খুলেন তারেক রহমান। তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্স করেন। এরপর লাল সবুজ রঙে সাজানো বুলেট প্রুপ বাসে উঠেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। তাদের বহন করা গাড়িটি বিমানবন্দর, খিলখেত, কুড়িল বিশ্ব রোড হয়ে ৩০০ফিট সড়কে নির্মিত মঞ্চের সামনে আসতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

তিনি যখন মঞ্চে ওঠেন তখন ঘড়ির কাটায় সময় ছিল বিকলে ৩টা ৫০মিনিট। বিমানবন্দর থেকে গাড়ি বহরটি ৩০০ফিটের মঞ্চের কাছে আসা পর্যন্ত গাড়ি চলে হাটার গতিতে। গাড়ির চার দিক ঘিরে রাখে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। তারা গাড়ির সঙ্গে হেটে হেটে মঞ্চ পর্যন্ত আসেন। আর পুরোটার সময় গাড়ি সিটে বসেননি তারেক রহমানও। তিনি গাড়ির সামনে দাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে নেড়ে তাদের সালামের জবাব দেন।

বিজ্ঞাপন

সংবর্ধনা মঞ্চে তারেক রহমান
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর