ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরবর্তী গন্তব্য গুলশানের ঐতিহাসিক ১৯৬ নম্বর বাড়ি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এভারকেয়ার থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের গেটে পৌঁছান। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক রহমানের সাক্ষাতের সময় এভারকেয়ারে আইসিইউ কেবিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কেবিনের বাইরে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে একই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। সেখান থেকেই তিনি সরাসরি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।