Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটির সামনে আসে।

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

বিজ্ঞাপন

এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, এদিন লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই পূর্বাচলের ৩০০ফিট গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।

বিজ্ঞাপন

কে এই মার্টিন লুথার কিং?
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর