Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে যাত্রা করেন তিনি।

তারেক রহমানের আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেন।

বিজ্ঞাপন

নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট (জুলাই ৩৬) এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। পরবর্তীতে সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রাকচাপায় নারী নিহত
২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

আরো

সম্পর্কিত খবর