Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৫২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করতে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এরই মধ্যে দলের সিনিয়র নেতারা তাকে এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তাকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আন্দালিব রহমান। তিনি ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন— বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর