ঢাকা: দেশের বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা আটটি রাজনৈতিক দল।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হবে।
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে আজ এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই সংবাদ সম্মেলন হবে।
ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে কোন দল কত আসন এবং আরও নতুন কোনো দল আটদলের সঙ্গে যুক্ত হবে কি না- সে বিষয় ঘোষণা দেওয়া হবে।