Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমান ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী: পার্থ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮

আন্দালিভ রহমান পার্থ।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের প্রেক্ষিতে ঢাকা-১৭ আসনে নতুন মোড় এসেছে। বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গণমাধ্যমকে জানিয়েছেন, এই আসনে নির্বাচনের জন্য “বেস্ট প্রার্থী” হলেন তারেক রহমান।

পার্থ বলেন, “তারেক ভাই আমাদের সবার সম্মানের রাজনীতিক। দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার সম্মানে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম আমি সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তাকে সমর্থন দেওয়া।”

পার্থ নিজে ভোলা-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন এবং দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

বিজ্ঞাপন

তারেক রহমান ইতোমধ্যেই নিজের গুলশান এলাকার ঠিকানায় ভোটারের পদক্ষেপ সম্পন্ন করেছেন। বিএনপির মিডিয়া সেল রোববার নিশ্চিত করেছে, তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর