Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মীর হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪

মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরী ও সংলগ্ন উপজেলা মিলিয়ে ৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের কাছে মীর হেলাল মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন, ওই দিন থেকেই নির্বাচনি মাঠে যে অস্থিতিশীলতা ছিল, সেটি অনেকটা কাটতে শুরু করে। যেদিন উনি দেশে নেমেছেন ওই দিন থেকে সব ধরনের অস্থিতিশীলতা-অনিশ্চয়তা কেটে গেছে। দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং সুষ্ঠু-সুন্দর একটি নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

বিজ্ঞাপন

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘দলের ইশতেহারের পাশাপাশি নির্বাচনি আসনের স্থানীয় সমস্যা-সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলাদা ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মনোনয়নপত্র জমার শুরুর দিনে চট্টগ্রামে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথম মীর মোহাম্মদ হেলাল উদ্দিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ।

চট্টগ্রামে মোট সংসদীয় আসন ১৬টি। এর মধ্যে ১৫টিতে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আশিংক) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

স্বতন্ত্র প্রার্থী হতে ইউপি চেয়ারম্যান পদ ছাড়লেন বিএনপি নেতা লেয়াকত

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাশঁখালী উপজেলার আলোচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লেয়াকত আলী। এ জন্য উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়েছেন তিনি। রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আওয়ামী লীগের আমলে বাঁশখালীতে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ার প্ল্যান্ট নির্মাণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি আলোচনায় আসেন এবং তুমুল জনপ্রিয়তা পান। তিনি ২০০৩ সাল থেকে একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

এবার বিএনপি থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন চেয়েছিলেন লেয়াকত। তবে দল থেকে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। তিনি বাঁশখালীর তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে।

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন লেয়াকত।

ইউপি চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লেয়াকত আলী সাংবাদিকদের বলেন, ‘দলের দুঃসময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ছিলাম। তারা চাচ্ছেন আমি প্রার্থী হই। মানুষের জন্য কাজ করতে চাই। আজ পদত্যাগপত্র জমা দিচ্ছি, আগামীকাল মনোনয়নপত্র জমা দেব।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর