Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বিএনপি-জাপার প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:২৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩

ময়োনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) তারা মনোনয়নপত্র জমা করেন।

এদিন দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যার কাছে ফরিদপুর-৩ সদর আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়নপত্র জমা দেন।

এরপর সাংবাদিকদের উদ্যেশে বলেন, ‘দেশে বিগত ৩টি নির্বাচন তামাশার নির্বাচন হয়েছে। তবে এ বছর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে আশা করছি।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম সম্পাদক একে কিবরিয়া স্বপন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে বিকেল ৪টার দিকে রির্টানিং কর্মকর্তার হাতে ফরিদপুর-৪(চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাওলানা রায়হান জামিল তার মনোনয়নপত্রটি জমা দেন।

রায়হান জামিল জানান, দেশের প্রাচীনতম দল হিসাবে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ভোটে নিচ্ছেন। প্রার্থীদের জন্য নির্বাচনি কিছু প্রক্রিয়া কঠিন ও ঝামেলাপূর্ণ বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন অফিসে আগামীতে প্রার্থীদের জন্য অনেক কার্যক্রম রয়েছে, সেসকল কাজ যাতে দ্রুত সম্পূর্ণ হয়।

তিনি নির্বাচিত হলে চরের সাধারণ জনগণের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর