Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:০২

জাতীয় নাগরিক পার্টি। ফাইল ছবি

ঢাকা: বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি। আর সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপি মনোনীত সম্ভাব্য প্রার্থীর নাম জানিয়েছে এনসিপি।

এনসিপির একজন নেতা জানান, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপি ৩০ আসনে প্রার্থী দেবে। সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

সূত্র অনুযায়ী, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮, সারজিস আলম পঞ্চগড়-১, আব্দুল আহাদ দিনাজপুর-৬, আখতার হোসেন রংপুর-৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-৬, আশরাফউদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি আসনে, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ, সুজাউদ্দৌলা বান্দরবান, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, হান্নান মাসউদ নোয়াখালী-৬, ডা. জাহেদুল নেত্রকোনা, আরিফ আদিব বরিশাল, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১, মাহবুব আলম লক্ষ্মীপুর, সুলতান জাকারিয়া নোয়াখালী, সরোয়ার তুষার নরসিংদী, আলি নাসের খান গাজীপুর, মো. লিখন মিয়া শেরপুর, প্রীতম দাশ মৌলভীবাজার, জোবায়রুল আরিফ চট্টগ্রাম, জার্জিস কাদের নাটোর, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল এবং মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট থেকে নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে অনেক জায়গায় ফরম তোলা বা নির্বাচন করার প্রস্তুতি নিলেও ভোটের জোট হওয়ায় ৩০টি আসন বাদে অন্যান্য আসন থেকে এনসিপির প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করে নিয়ে জোটপ্রার্থীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরাও যেসব আসনে এনসিপি মনোনয়ন জমা দিয়েছে সেসব আসনে নিজের প্রত্যাহার করে নিয়ে এনসিপির প্রার্থীদের সমর্থন দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর