ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন ও পরবর্তী কর্মসূচি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি সভা হচ্ছে। সভায় যোগ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সভায় আরও উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
জানা গেছে, সভায় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত পরিকল্পনা, জনসাধারণের অংশগ্রহণ এবং শোক পালন সংক্রান্ত দিকনির্দেশনা নির্ধারণ করা হবে। বৈঠকে দলের অভ্যন্তরীণ সমন্বয়, শোক কর্মসূচির বাস্তবায়ন ও নিরাপত্তা বিষয়েও গুরুত্বসহ আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।