Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর দক্ষিণ জামায়াতের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

বিজ্ঞাপন

তারা বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপসহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে।’

তারা আরও বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান। তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপসহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

নয়াপল্টনে চলছে কোরআন খতম
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর