Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

বেগম খালেদা জিয়া

ঢাকা: চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’, স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বিজ্ঞাপন

বিএনপি এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে।

বিএনপির ঘোষিত কর্মসূচি:

ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী বিএনপি শোক পালন করবে।
খ) মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিনদিন দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
চ) কেন্দ্রীয়ভাবে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।
ছ) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। (এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয় নিশ্চিত করা হয়েছে)।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

নয়াপল্টনে চলছে কোরআন খতম
৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর