ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অনুপ্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। ওনার মৃত্যুতে ১ জানুয়ারি তারিখে জাতীয়তাবাদী ছাত্রদলের গৃহীত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।