Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যায়ের কাছে আপসহীন ছিলেন খালেদা জিয়া: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর বছরের পর বছর জুলুম ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনো আপস করেননি। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াইয়ে তিনি নিজেকে বিজয়ী হিসেবে প্রমাণ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ড. মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া রাজপথের সংগ্রামের মানুষ। ২০০৯ সালের পর স্বৈরাচারী সরকারের আমলে তার ওপর নির্যাতন, অত্যাচার ও একের পর এক মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়। সেই সময় অনেকেই তাকে বলেছিলেন, এত কষ্ট কেন সহ্য করছেন। তখন খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছিলেন, তিনি ন্যায় ও সত্যের পক্ষে সংগ্রাম করছেন, বাংলাদেশের মানুষের জন্য এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছেন।’

বিজ্ঞাপন

ড. মঈন খান আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের আগ পর্যন্তও খালেদা জিয়া স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থানে থেকে সংগ্রাম করে গেছেন। সেই দীর্ঘ ও কঠিন সংগ্রামে তিনি নিজেকে বিজয়ী হিসেবেই প্রমাণ করেছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনিই সবার আগে দৃঢ়ভাবে কথা বলেছেন। তার অবদান শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; রাষ্ট্র ও সমাজের নানা ক্ষেত্রে তিনি গভীর ছাপ রেখে গেছেন। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

নওগাঁয় চাষ হচ্ছে গলদা চিংড়ি
৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪

আরো

সম্পর্কিত খবর