ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানস্থ বিএনপি কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। প্রথমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইতে সই করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবইতে সই করা যাবে।
এছাড়া, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সই করার সুযোগ থাকবে।