Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জানাজায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১

ঢাকা: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পারেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বুধবার অনুষ্ঠিতব্য জানাজায় ইসহাক দার উপস্থিত থাকতে পারেন। তবে ঢাকায় তার আগমনের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এবং বহু দশক ধরে দেশের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবরে দেশ-বিদেশ থেকে শোকবার্তা অব্যাহত রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিভিন্ন দেশের সরকার তার পরিবার, বিএনপি নেতৃত্ব ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর