Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি হলফনামা
সারজিস আলমের নগদ ৩ লাখ, নেই বাড়ি-গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে মোট আয় দেখানো হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা।

হলফনামায় উল্লেখ আছে, তার নামে কোনো বাড়ি, গাড়ি বা বিলাসবহুল ভবন নেই। হাতে নগদ অর্থের পরিমাণ সাড়ে তিন লাখ টাকার নিচে। বর্তমান পেশা ব্যবসা।

আয়ের উৎস ও নগদ অর্থ

  • হাতে নগদ অর্থ: ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা
  • ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা: ১ লাখ টাকা
  • ব্যবসা থেকে আয়: বছরে ৯ লাখ টাকা

২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা, যার বিপরীতে ৫২ হাজার ৫০০ টাকা আয়কর প্রদান করেছেন।

বিজ্ঞাপন

স্থাবর ও অস্থাবর সম্পদ

কৃষিজমি: ১৬.৫০ শতাংশ, যা দান হিসেবে প্রাপ্ত; অর্জনের সময় মূল্য ৭,৫০০ টাকা, বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা

অস্থাবর সম্পদ:

  • আসবাবপত্র: ৭৫ হাজার টাকা
  • ইলেকট্রনিক সামগ্রী: ৭৫ হাজার টাকা
  • অন্যান্য: কোনো বন্ড, ঋণপত্র, শেয়ারবাজার বিনিয়োগ বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নেই

শিক্ষা ও মামলা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (মাস্টার্স)। তার নামে বর্তমানে একটি মামলা রয়েছে যা তদন্তাধীন

হলফনামায় আরও উল্লেখ আছে, জীবনযাপনের মৌলিক সরঞ্জামের বাইরে তার কোনো দালান, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর