ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। এ জানাজায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী। জানাজার জন্য খালেদা জিয়ার কফিন ইতিমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।