Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠাল ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:০২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাও উপস্থিত ছিলেন।

এর আগে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় পৌঁছান। তিনি বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান নির্ধারিত সময়েই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর