ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে সামনে রেখে শক্তিশালী গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আরও বলেন, ‘বেগম জিয়ার জানাজায় রাজধানীতে অসংখ্য মানুষ অংশ নিয়েছেন। যারা সরাসরি জানাজায় অংশ নিতে পারেননি, তারা গয়েবানা জানাজায় অংশ নিয়েছেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজার মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে রয়েছেন। গণতন্ত্রের মা হিসেবে তার অর্জন ও ত্যাগ বিশ্বে উদাহরণস্বরূপ।’
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘বেগম জিয়ার শোককে দলের নির্বাচনি কাজে ব্যবহার করা হবে না, বরং তা জাতি বিনির্মাণের শক্তি হিসেবে কাজে লাগানো হবে।’
তিনি আরও বলেন, ‘মনোনয়ন প্রক্রিয়ায় তিনি ফিজিক্যালি নেই, তাই তার মনোনয়ন বাছাইয়ে টিকবে না। বিকল্প হিসেবে যারা আছেন, তারাই প্রার্থী হবেন।’
তারেক রহমানের শোক এবং মানসিক দৃঢ়তার বিষয়ে তিনি বলেন, ‘তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবল রাখতে হবে, এর কোনো বিকল্প নেই।’
এ সময় তিনি আরও বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা আজকের দিনে যে উচ্চতায় পৌঁছেছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কি না, আমি শঙ্কিত।’