Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি শিবিরের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

রাবি করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৬:৩২

সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মেহেদী হাসান। ছবি কোলাজ: সারাবাংলা

রাজশাহী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি মনোনীত হয়েছেন মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে এলাকায় তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটি ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে শাখা শিবিরের সভাপতি পদের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল সভাপতি নির্বাচিত হন। পরে আরবী বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিগত কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এমফিলে অধ্যয়নরত আছেন এবং নবনির্বাচিত সেক্রেটারি আগের কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। নতুন নেতারা অতি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা গেছে।

সদস্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ শাখা সদস্যরা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

খালেদা জিয়া স্মরণে
১ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর