Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২১:৩৯

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একের পর এক নেতারা পদত্যাগ করছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি দলের মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিকেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

মুশফিক উস সালেহীন বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন থেকে আমার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।’

এখন মিডিয়া সেলের দায়িত্ব কে নেবেন, তা দল ঘোষণা করবে। সে পর্যন্ত মিডিয়াসংক্রান্ত যোগাযোগের জন্য সেলের সহ-সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং সদস্য মাহবুব আলমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর