ঢাকা: ভূমিকম্পের পর জনগণের নিরাপত্তা ও সচেতনতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত “ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান” কার্যক্রমে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেজবুক পেজে জামায়াতের আমির লেখেন, এ পর্যন্ত আমাদের টিমের কাছে এসেছে ৫৭০টি প্রাথমিক রেসপন্স। অভিজ্ঞ প্রকৌশলী ও স্বেচ্ছাসেবক ভাই-বোনদের সমন্বয়ে টিম সরেজমিনে ১০৫টি স্পট ভিজিট করেছে এবং ১১০টি স্থানের প্রয়োজনীয় তথ্য ও ডাটা সংগ্রহ সম্পন্ন করেছে। পাশাপাশি ভবনের বর্তমান অবস্থা যাচাই করে ঝুঁকির মাত্রা নির্ধারণ ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।
এই মানবিক সেবা কার্যক্রমকে সফল করতে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, অভিজ্ঞ প্রকৌশলী, স্বেচ্ছাসেবক ভাই-বোন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রমে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণে আমরা আরও বেশি নিয়োজিত থাকব। আল্লাহ তায়ালা আমাদের সকল নেক উদ্যোগ কবুল করুন।
উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করে জামায়াতে ইসলামী। দলটির প্রকৌশল বিভাগ ও সিভিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে এ সেবা চালু করা হয়। এই সেবা ঢাকা সিটি করপোরেশন ও আশপাশের এলাকায় দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর দেওয়া সেবার মধ্যে রয়েছে- ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজন হলে সাইট পরিদর্শন, দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়, নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ, ভিডিও ডকুমেন্টেশনসহ প্রাথমিক রিপোর্ট, প্রয়োজন হলে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট।