Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিকত্ব জটিলতায় বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১২:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৪:০৬

বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের মনোনয়ন গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের ঘাটতির কারণে তাকে আজ দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

তিনি জানান, ববি হাজ্জাজের জমা দেওয়া কাগজপত্রে বিদেশি নাগরিকত্ব ত্যাগের পক্ষে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচনি বিধি অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশি নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এ কারণে তথ্যের ঘাটতি পূরণে তাকে আজ দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ববি হাজ্জাজ নিজ দল এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর