Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১২:৫২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

ঢাকা: ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম তার মনোনয়নপত্র বাতিলের এ ঘোষণা দেন।

এ বিষয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, সইকারীরা বিশ্বাস করেই সই দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন সইকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন সইকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা সই দিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি।’

উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর