Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: ঢাকা-৮ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত এনসিপির এই শীর্ষ নেতার মনোনয়নপত্র বৈধ হওয়ায় আসনটিতে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

এর আগে, গত ২৯ ডিসেম্বর দুপুরে ঢাকা-৮ আসন থেকে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় তার পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব মো. মান্নান তালুকদার (মাহিন), সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স এবং উত্তরা অঞ্চলের সাত থানার প্রধান ও যুগ্ম সমন্বয়কারীরা।

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর