Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৩ আসনে মামুনুল হক ও ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫টি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৪:১১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৬:০৪

ঢাকা: ঢাকা-১৩ সংসদীয় আসনে জমা পড়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে খেলাফত মজলিসের মামুনুল হক ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ঢাকা-১৩ আসনে দাখিল করা ১১টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ এবং পাঁচটি বাতিল হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন এবং ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা জানান, মামুনুল হক ও ববি হাজ্জাজ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পেশাগত তথ্য ও নাগরিকত্বসংক্রান্ত ত্রুটি সংশোধন করায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান এবং আমজনতা দলের প্রার্থী রাজু আহমেদ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর