Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৬:১৪

চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয় বেলা সাড়ে ১০টায় এবং চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের জন্য বেলা সাড়ে ১১টায়। কার্যক্রমটি পরিচালনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গা-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী ও সদস্য নুর হাকিম, এবি পার্টি মনোনীত প্রার্থী ও জেলা এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গার চারটি উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সব প্রার্থী এবং প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর