Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মবসন্ত্রাস ও জনগণের জানমাল নিয়ে উদ্বেগ প্রকাশ তারেক রহমানের: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:০৩

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ দলের নেতারা।

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মবসন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এসব কথা বলেন। এর আগে, বেগম খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে খোলা শোকবইয়ে সই করেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুল হক জানান, তারেক রহমান দেশের বর্তমান প্রেক্ষাপটে মবসন্ত্রাস ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি রাজনৈতিক বিভাজন নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সাইফুল হক আরও বলেন, ‘আলোচনায় আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে তা যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়—এমন আহ্বান জানিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির বিষয়ে সতর্ক থাকার কথাও তিনি উল্লেখ করেন।’

এ সময় ঢাকা-১২ আসনসহ দেশের বিভিন্ন এলাকায় তারেক রহমানের নির্বাচনি গণসংযোগে অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর