Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অল্প দিনের মধ্যেই ইশতেহার প্রকাশ করা হবে: শামসুজ্জামান দুদু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: আগামী দিনে রাষ্ট্র পরিচালনার রূপরেখা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সংবলিত ইশতেহার অল্প সময়ের মধ্যেই জনগণের সামনে তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি সফল নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং জনসমর্থন নিয়ে সরকার গঠনের লক্ষ্যেই বিএনপির ইশতেহার প্রণয়ন করা হচ্ছে।

শামসুজ্জামান দুদু জানান, রাষ্ট্র সংস্কার ও পরিচালনার কৌশল নির্ধারণে দলের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ চলমান রয়েছে। এ বিষয়ে গত রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ হিসেবে ইশতেহারটি চূড়ান্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাওয়ার আগেই জনগণের কাছে তাদের প্রতিশ্রুতির স্বচ্ছ প্রতিফলন ঘটাতে চায়। এই ইশতেহার কেবল নির্বাচনি ইশতেহার নয়, বরং এটি হবে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের একটি পূর্ণাঙ্গ দলিল।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করাই গণতন্ত্রের পথে অবিচল থাকার প্রেরণা। দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই দেশে একটি স্থিতিশীল সরকার গঠন সম্ভব হবে।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে এবং এখন রাষ্ট্র পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। ইশতেহারে জনকল্যাণমূলক কর্মসূচি, অর্থনৈতিক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো প্রাধান্য পাবে।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করেন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আইএসও সনদ পেল বাংলালিংক
৬ জানুয়ারি ২০২৬ ২২:০৪

আরো

সম্পর্কিত খবর