Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি

জবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ও নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং ভোট প্রদান শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগে কেবল ২ নম্বর গেট ব্যবহার করবেন এবং আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক। ক্যাম্পাসের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট বন্ধ থাকবে। ভোট চলাকালীন সময়ে কর্মচারীদের পরিবারের সদস্যদের ঘোরাফেরা নিষিদ্ধ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবেন এবং নির্বাচনী দায়িত্বে না থাকা কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে থাকবেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভোটগ্রহণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয় এবং শিক্ষার্থীদের বিক্ষোভের পর নির্বাচন নতুনভাবে ৬ জানুয়ারি নির্ধারিত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর