Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন আইসিসিবি’র

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ২১:২০

আইসিসিবি’র শ্রদ্ধাঞ্জলি সভায় অতিথিরা।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি)।

সোমবার (৫ জানুয়া‌রি) আইসিসিবি ও ১৭টি বাণিজ্য সংগঠন যৌথভাবে বেগম খালেদা জিয়ার স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং জাতির প্রতি তার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অক্লান্ত প্রবক্তা। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার নেতৃত্ব জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐতিহাসিক সেই নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী সরকারপ্রধানদের একজন হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।’

বিজ্ঞাপন

বক্তারা আরও উল্লেখ করেন, তার শাসনামলে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা, দারিদ্র্য হ্রাস ও সামাজিক উন্নয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। শিক্ষাখাতে বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি দেশের মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘দ্বিতীয় মেয়াদে তার নেতৃত্বে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায় এবং বেসরকারি খাতের বিকাশে নীতিগত সংস্কার গ্রহণ করা হয়। এসব উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করেছে ‘

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সংগ্রাম, কারাবাস ও দীর্ঘমেয়াদি অসুস্থতার মধ্যেও দেশের প্রতি তার অবিচল ভালোবাসা ও অঙ্গীকারের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

তারা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর